শ্রী শ্রী জগদিশ্বরী মাতা মন্দির
শ্রী শ্রী জগদিশ্বরী কালী মন্দির অত্র ০১ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের একটি প্রাচীন পুরো স্থাপত্ব। তৎকালীন নাটরের জমিদার শ্রী শ্রী হরেন্দ্রনাথ চৌধুরীর পুত্র শ্রী শ্রী বিজয় গোবিন্দ চৌধুরীর সহধর্মীনী জমিদার পারুল রানী চৌধুরানী প্রায় ২৬ একর জমির দেবত্ব উইলের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেন। অত্র ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে চৈত্রহাটি মৌজায় এই মন্দির ঘরটি অবস্থিত।এই কালী মন্দির বাড়ীতে সুন্দর গঠন শৈলী দুটি ঘরের একটিতে মূর্তি এবং অপরটিতে পুজা অর্চনা পরিচালনাকারী ঠাকুর বসবাস করেন।মন্দিরটি প্রতিষ্ঠাকালীন সেবায় ছিলেন শ্রী শ্রী হরেন্দ্রনাথ চৌধুরী (নাটোর) বর্তমান সেবায় শ্রী শ্রী বিমান বিহাড়ী চৌধুরী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS